গল্পের নাম: প্রথম ছায়া (স্কুল জীবনের প্রেম)
চরিত্র: পিকে ও প্রিয়া
পর্ব ১: ক্লাসরুম ৯বি
মার্চ মাসের এক ঝলমলে সকাল। ঢাকার এক নামকরা স্কুলের ৯বি ক্লাস। পিকে বসে আছে শেষ বেঞ্চে—চুপচাপ, চিন্তামগ্ন। একসময় যার হাসিতে পুরো ক্লাস মুখর থাকত, সেই পিকে আজকাল কিছুটা গম্ভীর।
কারণ?
তার চোখের সামনে বসে থাকা মেয়েটি—প্রিয়া।
প্রিয়া শুধু মেধাবী না, দারুণ রুচিশীল আর ভদ্রও। তার চোখে একটা অন্যরকম আলো আছে, আর তার হাসিটা যেন পিকের হৃদয়ের ভেতর ঝড় তোলে প্রতিদিন। কিন্তু কখনোই বলা হয়নি, পিকে শুধু অনুভব করে গেছে।
পর্ব ২: খাতা ফেরত ও প্রথম কথাবার্তা
ইংরেজি স্যার ক্লাসে খাতা ফেরত দিচ্ছিলেন। হঠাৎ স্যার বললেন,
– "প্রিয়া, বাকি খাতাগুলো তুমি দিয়ে দাও তো।"
প্রিয়া একে একে সবার খাতা দিয়ে শেষে পিকের টেবিলের সামনে দাঁড়াল।
– "তোমার খাতা... এইবার বেশ ভালো লিখেছো," মুচকি হেসে বলল সে।
পিকে হঠাৎ সাহস করে ফেলল,
– "তোমার জন্যই হয়তো... লিখেছি।"
প্রিয়া একটু চমকে তাকিয়ে থাকল। তারপর বলল,
– "তাহলে পরেরবার আরও ভালো লিখো, আমি দেখতে চাই।"
পিকের মুখে অজান্তে এক হাসি ফুটে উঠল।
পর্ব ৩: ছাতার নিচে
একদিন স্কুল ছুটি শেষে হঠাৎ বৃষ্টি শুরু হল। সবাই ছুটে পালাচ্ছে, কারো ছাতা আছে, কারো নেই।
প্রিয়া দাঁড়িয়ে আছে গেটের পাশে—একদম একা, ছাতা ছাড়া।
পিকে কোনো কিছু না ভেবেই ছুটে গিয়ে তার ছাতাটা প্রিয়ার মাথার ওপর ধরল।
– "তুমি তো পুরো ভিজে যাবে!" প্রিয়া অবাক হয়ে বলল।
পিকে শুধু বলল,
– "তোমাকে ভিজে যেতে দিতে পারি না।"
ছাতার নিচে তারা পাশাপাশি দাঁড়িয়ে রইল, কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে গেল সেদিন।
পর্ব ৪: পরীক্ষার আগে
এসএসসি পরীক্ষার আগের দিন। চারদিকে টেনশনের বাতাস।
প্রিয়া এসে পিকেকে বলল,
– "পিকে, ইংরেজির একটা টপিক বুঝিনি... তুমি কি একটু পড়িয়ে দিতে পারো?"
পিকে মাথা নাড়ল। তারা লাইব্রেরির এক কোনায় বসে পড়া শুরু করল।
এক ঘণ্টা পড়ে, প্রিয়া আস্তে বলল,
– "তোমার ওপর আমি অনেক ভরসা করি।"
পিকে কিছু বলল না। শুধু চোখের দিকে তাকিয়ে বুঝিয়ে দিল—তুমিই আমার সাহস।
পর্ব ৫: শেষ দিন
স্কুলের শেষ দিন। চোখে জল, কাঁপা কণ্ঠে সবাই বিদায় নিচ্ছে।
প্রিয়া পিকের পাশে এসে দাঁড়াল।
– "আমরা সবাই তো ছড়িয়ে যাবো... তুমি কি আমাকে মনে রাখবে?"
পিকে বলল,
– "প্রতিদিন, প্রতিক্ষণ। বিশেষ করে সেই ছাতার দিনটা—যেটা শুধু আমাদের দুজনের ছিল।"
প্রিয়া একটু হাসল, তারপর ধীরে ধীরে পেছন ফিরল।
দুইজন দুইদিকে হাঁটতে লাগল। কিন্তু তাদের কিশোর প্রেমের সেই স্মৃতি রয়ে গেল চিরকাল, যেন প্রথম ছায়া—শীতল, মায়াবী, আর ভুলে যাওয়ার নয়।
(খোদাহাফেজ)
0 Comments